News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

জমি ব্যবসায়ীকে অপহরণ কোটি টাকা মুক্তিপণ দাবি গ্রেফতার ১


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:০০ পিএম জমি ব্যবসায়ীকে অপহরণ কোটি টাকা মুক্তিপণ দাবি গ্রেফতার ১

নারায়ণগঞ্জে এক জমি ব্যবসায়ীকে অপহরণের পর মারধর করে এক কোটি টাকা মুক্তিপণ দাবীকারী অপহরণকারীর চক্রের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।

সোমবার দুপুরে শহরের ডিআইটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়ে।পরে স্বীকারোক্তি মোতাবেক অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়ে।

এর আগেএ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী ফতুল্লা মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।

গ্রেফতারকৃত শাহীন আহমেদ (৪০) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার করিম খা এলাকার আ: রশিদের ছেলে।  সে নারায়ণগঞ্জ দেওভোগ পাক্কা রোড, জনৈক কাইয়ুমের বাসার ভাড়াটিয়া।

এজাহার সূত্রে জানা যায়, অপহৃত ব্যক্তি মো. দেলোয়ার হোসেন (৪৬) দীর্ঘদিন ধরে জমির ব্যবসার সঙ্গে জড়িত। গত ২৮ ডিসেম্বর সকালে জমির মিউটেশনসহ অন্যান্য কাজে নারায়ণগঞ্জ নতুন কোর্টে আসেন তিনি। একই দিন বিকাল ৫টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সাড়ে ৭টার দিকে দেলোয়ার হোসেন তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে স্ত্রী রাবেয়া বেগমকে ফোন করে জানান, বিকাল সাড়ে ৫টায় দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন চাঁদমারী এলাকার নতুন কোর্টের প্রধান গেটের সামনে থেকে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে অপহরণ করে অটোযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ভুক্তভোগীর ভাষ্যমতে, অপহরণকারীরা তাকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে নগদ এক কোটি টাকা দাবি করে। পরে দরকষাকষির একপর্যায়ে ১৫ লাখ টাকায় চুক্তি হলেও এখনো তাকে মুক্তি দেওয়া হয়নি। অপহরণকারীরা টাকা না দিলে তাকে হত্যা বা গুরুতর ক্ষতি করার হুমকি দিচ্ছে বলেও জানান তিনি।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আটক অবস্থায় দেলোয়ার হোসেনকে শারীরিকভাবে মারধর করা হচ্ছে এবং তার জীবন বর্তমানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা ও পরামশ করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়ে।

জেলা গোয়েন্দা ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুব জানান,অপহরণের ঘটনায় শাহিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।বাকিদের গ্রেফতার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group