News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬, ২২ পৌষ ১৪৩২

রূপসীতে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৯:২৮ পিএম রূপসীতে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

রূপগঞ্জের তারাব পৌরসভার ৪নং ওয়ার্ডের রূপসী গ্রামের তোরাব আলী খন্দকার সড়ক হইতে প্রধান বাড়ী পর্যন্ত খন্দকার পরিবারের নিজস্ব জমির উপর পৌরসভার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সিনিয়র অ্যাডভোকেট ড. তৈমূর আলম খন্দকার নিজে উপস্থিত থেকে এই রাস্তার উদ্বোধন করেন।   

উদ্বোধন অনুষ্ঠানে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ঘোষণা দেন নির্মিতব্য রাস্তার নাম হবে "রেয়াত আলী খন্দকার সড়ক" এবং আমাদের জমির উপর পরবর্তী যে রাস্তা নির্মিত হবে তার নাম হবে "আবদুল কারী খন্দকার সড়ক"।

উদ্বোধন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মনিরউদ্দিন ব্যাপারী কাওমী মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মুহাম্মদ আল-আমিন।

এসময় উপস্থিত ছিলেন কাদির ভুঁইয়া, তারাব বিএনপির সাবেক সহ সভাপতি মো: হালিম ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সহ সভাপতি তফসির আলম খন্দকার, মো: হালিম মুন্সী, আমীর আলী, মরশেদ মোল্লা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাল খন্দকার প্রমুখ।

এর আগে খন্দকার পরিবারের জমির উপর তারাব পৌরসভার তিনটি রাস্তার নির্মিত হয়েছে যথাক্রমে মাষ্টার তোরাব আলী খন্দকার সড়ক, বেগম জুহুরা খন্দকার সড়ক ও বেগম রোকেয়া খন্দকার সড়ক।

প্রসঙ্গত, রূপসী সরকারী প্রাথমিক বিদ্যালয় খন্দকার পরিবারের ৫৬ শতাংশ জমিতে ১৯২০ সনে প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও রূপসী মডেল হাই স্কুল প্রতিষ্ঠায় খন্দকার পরিবারের জমি রয়েছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group