News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

বন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৬:১৬ পিএম বন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান (৪৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মোস্তাফিজুর রহমান বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার বাদল মোল্লা ছেলে।

তাকে রোববার ২৮ ডিসেম্বর দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৪(৮)২৪ নং আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার ২৭ ডিসেম্বর রাতে বন্দর থানার মদনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার শাহীমসজিদ এলাকার ইসলামী আন্দোলনের সমর্থক জাহিদ আলআমিন প্রকাশ বুলবুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের খাবার সরবরাহ করে আসছিল। এর জের ধরে গত ২২ জুলাই ২০২৪ ইং রাত সাড়ে ১২টায় গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ আওয়ামী লীগ সমর্থিতরা বন্দর শাহী মসজিদস্থ একটি অটোরিক্সা গ্যারেজে হামলা চালিয়ে ২৩ টি অটোরিক্সা ও চার্জার ও ১টি টেলিভিশন  লুটপাট করে নিয়ে। এ মামলায় জড়িত থাকার অপরাধে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর  রহমানকে গ্রেপ্তার করে ওই মামলায় আদালতে প্রেরণ করা হয়।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group