নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে মনোনয়ন নিয়ে যখন প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে বিরোধ কিংবা প্রতিযোগিতা তখন দৃষ্টান্ত স্থাপন করেছে রূপগঞ্জ। এখানে হেভিওয়েট বিএনপির প্রার্থীর সঙ্গে অন্য প্রতিদ্বন্দ্বিরাও একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন। মনোনয়নপত্র বাছাইয়ের সময়ে রিটার্নিং অফিসারে রুমেও ছিলেন হাস্যোজ্বল। বেরিয়েও একসঙ্গে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।
বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা, গণঅধিকারের ওয়াসিমউদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের ইমদাদুল্লাহ, ইসলামী আন্দোলনের ইমদাদুল্লাহ একে অপরের প্রতি সন্তোষ প্রকাশ করে নির্বাচনের মাঠ সহনশীল জানান।
রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের এক সৌহার্দ্যপূর্ণ আচরণ সকলের নজর কাড়ে।
এর আগে গত ৩ নভেম্বর বিএনপির মনোনয়ন ঘোষণার পরেও রূপগঞ্জে বিএনপির সকলকে এক প্লাটফরমে নিয়ে আসেন দিপু ভূইয়া।


































আপনার মতামত লিখুন :