নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুইজনের মনোনয়ন বাতিল হয়েছে। যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলালেল শতকরা ১ ভাগ ভোটারের তথ্যের সঠিকতা না থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়। এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. মনিরুজ্জামান চন্দনের হলফনামায় স্বাক্ষর না থাকায় প্রার্থীতা বাতিল করা হয়।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৮ প্রার্থী। তাদের মধ্যে ৬ জনের মনোনয়ন আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক রায়হান কবির এ ঘোষণা করেন।


































আপনার মতামত লিখুন :