ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন বৈধ হওয়ায় বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশি আবু জাফর আহম্মেদ বাবুল।
শনিবার ৩ নভেম্বর আবুল কালামকে নিয়ে শহরের তার নির্বাচনী কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ করে বিভিন্ন দিক নির্দেশনা আলোচনা করা হয়।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, বন্দর থানা বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, প্রাইম ওয়াশিং প্লান্ট এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রী সামনূর বাধন, মহানগর যুবদলের সাবেক নেতা আক্তার হোসেন খোকন সাহা ও গোলাম মোস্তফা প্রমুখ।
আবু জাফর আহম্মেদ বাবুল বলেছেন, কালাম ভাই আমাদের মুরব্বী, আমি আমরা তার পাশে আছি। আমি তাকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছি। নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয় করে তারেক রহমান সাহেবকে উপহার দিবো।


































আপনার মতামত লিখুন :