গত কয়েক মাস ধরেই ফতুল্লার এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেরিয়েছেন মুফতি ইসমাইল সিরাজী। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের হাতপাখা নিয়ে নিয়ে মানুষের দুয়ারে গিয়েছেন। নিয়মিত রাজনৈতিক নেতাদের সঙ্গে শলা পরামর্শ করে নির্বাচনের যাবতীয় প্রস্তুতিও নিয়েছেন।
৩ জানুয়ারী মনোনয়ন বৈধ হওয়ার পর সেই প্রস্তুতি যেমন আরো গতিশীল হয়েছে তেমনি নেতাকর্মীদের মধ্যেও উদ্দীপনা কাজ করছে। ইসলামী আন্দোলনের নেতারা মনে করছেন, নারায়ণগঞ্জ-৪ আসনটি হাতপাখার জয়ের জন্য উর্বর হয়ে উঠেছে।
দলের একাধিক নেতাকর্মী জানান, ফতুল্লার সবগুলো ইউনিয়নে গত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ইসলামী আন্দোলনের সকল স্তরের নেতাকর্মীরা। ইউনিয়নের পাড়া মহল্লাগুলোতেও নিয়মিত প্রচারণা করা হয়েছে। পোস্টার, ব্যানারে ছেয়ে দেওয়া হয়েছিল পুরো নির্বাচনী এলাকা।
মসজিদ মাদ্রাসাতেও নিয়মিত প্রচারণা হয়েছে। বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করা হয়। সেখানে এখন হাতপাখার একটি পরিচিতি চলে এসেছে।
নির্বাচনের কেন্দ্র কমিটি গঠন থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে এরই মধ্যে। ফলে নির্বাচনের চূড়ান্ত অবস্থায় আছে ইসলামী আন্দোলন।
এরই মধ্যে দলের আমীর ও নায়েবে আমীর একাধিকবার ফতুল্লার বিভিন্ন ওয়াজ মাহফিলে এসে ইসমাইল সিরাজীকে পরিচয় করিয়ে দেন। চাষাঢ়ায় শহীদ মিনারেও সমাবেশে প্রার্থী পরিচয় করে দেওয়ার পর নেতাকর্মীদের মধ্যেও রয়েছে উচ্ছ্বাস।


































আপনার মতামত লিখুন :