News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬, ২২ পৌষ ১৪৩২

সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁবাসীর ইজ্জত রক্ষার্থে নির্বাচন করবো


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৮:০৭ পিএম সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁবাসীর ইজ্জত রক্ষার্থে নির্বাচন করবো

নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ ও ৪ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ সংসদীয় আসনবাসীর (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) ইজ্জত রক্ষার্থে নির্বাচনে অংশগ্রহণ করছি।

শনিবার (৩ জানুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আমি নেতাকর্মীদের জন্য নারায়ণগঞ্জ-৩ ও আসনে মনোনয়ন দাখিল করেছি আজকে জেলা রিটার্নিং কর্মকর্তা আমার দুটি মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। তিনি নারায়ণগঞ্জ ৩ আসনে আমাদের সাতজনের যে কেউ নির্বাচন করলে আমি এখান থেকে করবো না। আমাদের সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম করলে আমি এই আসনে নির্বাচন করবো না যদি তিনি না করেন তাহলে আমি করবো।

তিনি আরো বলেন, বিএনপির অনেকেই শামীম ওসমানের সঙ্গে কথা বলে চলেছে। আমি করি নাই। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে দায়িত্ব দিয়েছে তখন জীবন বাজী রেখে আপনাদের নিয়ে আন্দোলন সংগ্রামে ছিলাম। যার কারণে আপনাদের সঙ্গে হৃদয়ের একটা সংযোগ ঘটেছে আমার। বিশেষ করে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বক্তাবলী, আলীরটেক ইউনিয়নের নেতাকর্মীরা। একজন সাধারণ মানুষও আমাকে ভালোবাসে। যে আমাকে ভোট দিবে না সেও বলে তাকে মনোনয়ন দেওয়া উচিত ছিল।

এসময় তিনি বলেন, আমার এক দরজা বন্ধ করে দিলে দশ দরজা খুলে যাবে। যারা জনগণের পাশে থেকে কাজ করেন তাদের আর কয়টা দরজা বন্ধ করবেন।

গিয়াসউদ্দিন বলেন, আপনারা নেতাকর্মীরা আমাকে ভালোবাসেন। যখন দেখলেন আমাকে মনোনয়ন দেওয়া হয়নি তখন ভাবলেন আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। তখন আপনারা আমার পক্ষে মনোনয়ন কিনেন। পরে আমার এখানে এসে আমাকে স্বতন্ত্রতে নির্বাচন করার আহ্বান করেন। আমি সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলাম। কারণ আপনাদের অনুরোধকে আমি প্রত্যাখান করতে পারি না।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিলসহ সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group