শনিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সদস্য প্রার্থী গোলাম মসিহ এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার।
রিটার্নিং অফিসারের কার্যালয় এর সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম মসিহ বলেন, আমরা নির্বাচিত হলে নারায়ণগঞ্জকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি সুন্দর নারী ও শ্রমিকবান্ধব নগরী গড়ে তুলব ইনশাল্লাহ। আমরা বর্তমান সরকারের কাছে নির্বাচনের একটি সুন্দর পরিবেশ প্রত্যাশা করি। যাতে করে সকলেই তার নির্বাচনী কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে পারে।
লেভেল প্লেয়িং ফিল্ড এর জন্য প্রশাসনের প্রতি তিনি তোর দাবি জানান ।


































আপনার মতামত লিখুন :