News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬, ২২ পৌষ ১৪৩২

৪টি আসনেই বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৮:৪৩ পিএম ৪টি আসনেই বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা

নারায়ণগঞ্জ চারটি আসনেই বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা মার্কার প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাইয়ে তাদের নাম ঘোষণা করা হয়। এদিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই যাচাই বাছাই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা মার্কার প্রার্থীরা হলেন- নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) মুফতি আব্দুল কাইয়ূম, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) মাওলানা আবুল কালাম দুলাল, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) মাওলানা শাহজাহান শিবলী ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) খন্দকার আনোয়ার হোসেন।

নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ৫৬ জন প্রার্থী ৫৭ টি আবেদন দাখিল করেছিলেন। তাদের মধ্যে যাচাই বাছাই শেষে আমরা মোট বৈধ আবেদন পেয়েছি ৩৬ টি। এর মধ্যে বাতিলযোগ্য বা অবৈধ আবেদন পেয়েছি ১৬ টি এবং চারটি স্তগিত ছিলো। পরবর্তীতে সেগুলো বিকেলে বৈধ ঘোষণা করা হয়।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group