News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

চাকরি প্রলোভন দেখিয়ে দুই বান্ধবীকে ধর্ষণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ১০:৩৯ পিএম চাকরি প্রলোভন দেখিয়ে দুই বান্ধবীকে ধর্ষণ

চাকরির প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার স্বর্ণপট্টি এলাকায় নির্মাণাধীন ভবনের ২য় তলার একটি কক্ষে ১৩ দিন আটকে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগে মো. শহীদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । 

সোমবার দুই কিশোরীর মধ্যে এক কিশোরী বাদী হয়ে শহীদকে আসামি করে নারী ও শিশু নিযার্তন আইনে মামলা দায়ের করে।

এর আগে  রোববার রাতে ৯৯৯ ফোন পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ দুই কিশোরীকে উদ্ধার করে।

গ্রেফতারকৃত শহীদ শহরের কালীবাজার স্বর্ণপট্টি এলাকার মৃত. শরীফ উদ্দিনের ছেলে । 

মামলা সূত্রে জানান গেছে, শহরের কালীবাজার স্বর্ণপট্টি এলাকায় কাপড় ক্রয় করতে এসে পরিচয় হয় শহীদের সাথে। পরে মোবাইল নাম্বার আদান প্রদান হয় তাদের। কথা হত প্রায় সময়। গত ৪ মাস আগে মোবাইলে ডেকে এনে কিশোরীকে ধর্ষণ করে শহীদ। পরে আবার চাকরির প্রলোভন দেখিয়ে ২২ সেপ্টেম্বর একই স্থানে ডেকে আনে শহীদ। পরে ১৩ দিন আটকে দুই বান্ধবীকে ধর্ষণ করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি নাছির আহম্মদ জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

Islam's Group