সোমবার ১৩ অক্টোবর পাগলা চিতাশাল শ্মশান ঘাট এলাকায় কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত বিষয়ে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ শহিদুল্লাহ পরিচালনা করেন এস এম কাদির। বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটির আহবায়ক নুরুল হক জমাদ্দার, হাজী মো. মজিবুর রহমান, সমাজ কর্মী মো. নাসির প্রধান, মনির হোসেন, জাহের মোল্লা, বাবু ফনিন্দ্র চন্দ্র বাড়ৈ, আদালত ভুইঁয়া, অ্যাডভোকেট সুমন মন্ডল, আ. রাজ্জাক রাজা, সানাউল ইসলাম সানী, সাইফুল ইসলাম, ডা. মাসুদ রানা, দীন ইসলাম দিলু আনোয়ার হোসেন দেওয়ান প্রমূখ।
সভায় বক্তারা বলেন গত ৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন স¤প্রসারণ বিষয় স্মারক প্রদান করেন যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। কুতুবপুর ইউনিয়নের বৃহত্তর অংশ বাদ দিয়ে আংশিক সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব দিয়েছেন যা মেনে নিতে পারছেন না। নেতৃবৃন্দ বলেন কুতুবপুরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বিগত সময় নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান ও তাদের অনুসারী জনপ্রতিনিধিদের বাধার কারণে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কুতুবপুর ইউনিয়ন সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অনেক আগেই অর্জন করেছে। আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সিটি কর্পোরেশনের সেবা থেকে বঞ্চিত হচ্ছি যা জনগণ আর মেনে নেবে না। বক্তারা বলেন ২০০৯ সাল থেকে এই আন্দোলন পরিচালনা হয়ে আসছে এই ব্যাপারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি, জেলা প্রশাসক এবং ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক কে লিখিতভাবে জানানো হয়েছে এবং ব্যাখ্যা দেওয়া হয়েছে কেন কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হওয়ার প্রয়োজন এবং আমাদের জানানো হয়েছিল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আমরা আশাবাদী ছিলাম। কিন্তু আমরা খুবই আশাহত হলাম হতবাক হলাম কুতুবপুরের বৃহত্তর অংশকে বাদ দিয়ে আংশিক এলাকা প্রস্তাব করেছেন কুতুবপুরের জনগণ কখনই তা মেনে নেবে না। নেতৃবৃন্দ জেলা প্রশাসক মহোদয়ের প্রতি আহŸান জানান অনতিবিলম্বে কুতুবপুর ইউনিয়নের সম্প‚র্ণ অংশকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করতে হবে। এই আন্দোলনকে সুসংগঠিত করার লক্ষ্যে সর্বদলীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে কুতুবপুর ইউনিয়ন সিটি কর্পোরেশন বাস্তবায়ন কমিটি। সভায় সর্বসম্মতিক্রমে ফতুল্লা থানা নাগরিক কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. শহীদুল্লা কে আহবায়ক, নুরুল হক জমাদ্দার কে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং এসএম কাদিরকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটি আগামী দিনে সিটি কর্পোরেশন বাস্তবে না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এবং বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সংগ্রাম কমিটি করে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবেন।
আপনার মতামত লিখুন :