বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ে শিশু নির্যাতন বন্ধে করণীয় ও শিশু অধিকার বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলক কক্ষে জেলা পর্যায়ে শিশুদের সাথে বড়দের এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, স্কুলগুলোতে শিশুরা যেন ঝড়ে না পড়ে আমাদের সে উদ্যোগ রয়েছে। আমি যখনই কোনো স্কুলে যাই তখনই স্কুল ব্যাগ ইউনিফর্ম সহ খেলার সরঞ্জমাদি নিয়ে যাই। প্রতিটি স্কুলেই আনন্দঘন পরিবেশে শিশুরা যেন পড়াশোনা করতে পারে সেই ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, বাচ্চাদের সময় দিতে হবে। অনেক সময় বাবা মা অনেক বেশি ব্যস্ত হয়ে পরে। ব্যস্ততার বাইরেও ছেলে মেয়েদের সময় দিতে হবে। বর্তমানে পরিবার আছে কিন্তু পরিজন নেই। সবাই কাজের পিছনে ছুটছি। কাজের পাশাপাশি বাবা মায়েরা সচেতন হতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মো. সোহাইল ও ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স জেলা প্রতিনিধি মহুয়া আক্তার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :