News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

ডেঙ্গু প্রতিরোধে সোচ্চার বিভা হাসান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৯:৪৯ পিএম ডেঙ্গু প্রতিরোধে সোচ্চার বিভা হাসান

নারায়ণণগঞ্জ নগরীতে ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়াতে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান। ডেঙ্গু নিয়ে স্থানীয়দের সচেতন করতে তিনি এলাকায় এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করছেন।

একইসাথে মশাবাহিত এ রোগের সংক্রমণ রোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদেরও কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলেও তিনি নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের বাবুরাইল ও আশেপাশের এলাকায় প্রচারণা চালান। বাবুরাইল মাজারগলি থেকে লিফরেট বিতরণ শুরু করে আশেপাশের বাসিন্দাদেরও ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেন।

এ সময় সাবেক কাউন্সিলর আফসানা আফরোজ বিভার তত্ত্বাবধানে উড়ন্ত মশা নিধনে ফগার মেশিন দিয়ে ওষুধও ছেটানো হয়।

বিভা হাসান বলেন, “ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। হাসপাতালে গেলেই বলে ঢাকা চলে যান। তাই ডেঙ্গু থেকে বাঁচতে হলে প্রতিরোধের বিকল্প নেই। সেজন্য আমাদের নাগরিকদের সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন, “সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এ কার্যক্রম। এর আগে ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে ফগার মেশিন দিয়ে নিয়মিত ওষুধ ছিটানো ও মাইকিং করা হয়েছে। আমি নিজে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেছি এবং এলাকাবাসীদের সচেতন করেছি।”

Islam's Group