আড়াইহাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল সামষ্টিক উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে প্রথান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) নঈম উদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা ইশরত জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার, হিসাব রক্ষণ কর্মকর্তা আঃ জব্বার, জনস্বাস্থ্য প্রকৌশলী আয়েশা আক্তার, আনসার ভিডিপি কর্মকর্তা আল মামুন, প্রকল্প কর্মকর্তা শারমিন সুলতানা, তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা আক্তার , পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান।
দিবসটি উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহবান জানানো হয়।
আপনার মতামত লিখুন :