News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

ডেঙ্গু প্রতিরোধে সরব নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৯:৫৩ পিএম ডেঙ্গু প্রতিরোধে সরব নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফগার মেশিন দিয়ে মশা নিধনে ওষুধ ছিটানো কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে গোগনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই ওষুধ ছিটানো হয়।

ওষুধ ছিটানো কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক আহŸায়ক সাখাওয়াত ইসলাম রানা এবং বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মো. মোমিনুর রহমান বাবু।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, ডেঙ্গু সারাদেশ মহামারি আকার ধারণ করেছে। নারায়ণগঞ্জেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। যার কারণে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জনকল্যাণে গোগনগর ইউনিয়ন বিভিন্ন জায়গায় নিজস্ব অর্থায়নে ফগার মেশিন দিয়ে মশা নিধনের ওষুধ ছিটিয়েছে।

তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক দল জনকল্যাণে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন। তারই ধারাবাহিকতায় আমরা নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছি। আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আফজাল হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানার আহবায়ক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন ও সদস্য সচিব মাহবুব হাসান জুলহাস সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Islam's Group