News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

ডিবি পুলিশ পরিচয়ে অপরহণকালে জনতাকর্তৃক দুইজন আটক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৮:১২ পিএম ডিবি পুলিশ পরিচয়ে অপরহণকালে জনতাকর্তৃক দুইজন আটক

সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নেয়ার চেষ্টাকালে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি হ্যান্ডকাফ ও একটি ভুয়া পুলিশ আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন শরিয়তপুরের নড়িয়া থানাধীন উপশি গ্রামের মৃত সিকান্দার আলীর ছেলে সুমন মিয়া (৪২) এবং গাজীপুরের কালিগঞ্জ থানাধীন কলাপাটুয়া এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে হাছান মোহাম্মদ হৃদয় (৩০)।

বৃহস্পতিবার ১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক পথচারীকে জোরপূর্বক তুলে নেওয়ার সময় ফুটপাতের দোকানদার ও স্থানীয় লোকজন দুইজনকে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুইজন কৌশলে পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা আটককৃতদের মারধর করে এবং ব্যবহৃত মাইক্রোবাসটি ভাঙচুর করে। খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনকে থানায় নিয়ে আসে এবং তাদের কাছ থেকে মাইক্রোবাস, হ্যান্ডকাফ ও ভুয়া পুলিশ আইডি কার্ড জব্দ করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, “দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group