News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

টানবাজারে অপরাজিতা নগর বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৯:২১ পিএম টানবাজারে অপরাজিতা নগর বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

কথা ছিলো বহুতল আবাসিক ভবন নির্মাণের। তবে সে জায়গায় এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে একটি বড় শিক্ষাপ্রতিষ্ঠান। ৫ জানুয়ারি সোমবার সকালে জমকালো আয়োজনের মধ্যদিয়ে শহরের টানবাজারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অপরাজিতা নগর বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়ছে। এ সময় বিদ্যালয়ের ২০০ নতুন ক্ষুদে শিক্ষার্থীসহ তাদের অভিবাবকেরা উপস্থিত ছিলেন। তবে টানবাজারের যে জায়গাটিতে সিটি করপোরেশন  অপরাজিতা নগর বিদ্যালয় তৈরি করেছেন সেটি আসলে হওয়ারই কথা ছিলোনা। শুরুতে এখানে একটি বহুতল আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা ছিলো ।

তবে সিদ্ধান্ত পরিবর্তন করে স্কুল নির্মাণের কাজ হাতে নেয়া হয় বলে জানান এই এলাকার সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।

এর আগে পবিত্র কোরান থেকে তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা পায়রা উঁড়িয়ে অপরাজিতা নগর বিদ্যালয়ের উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা কে এম ফরিদুল মিরাজ, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার অতিকুর রহমান ও স্থপতি অসিফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুদা আখতার।

১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস এ সময় বলেন, শুরুতে এখানে একটি বাণিজ্যিক ভবন তৈরির কথা ছিলো। কিন্তু আমি যখন ২০১১ সালে সিটি করপোরেশনে প্রথম নির্বাচন করি তখন আমার নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্টভাবে একটি আধুনিক স্কুল ও একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের কথা উল্ল্যেখ ছিলো। তাই আমি বিষয়টি আমাদের সাবেক মেয়রকে জানাই। তখন তিনি এখানে এই স্কুল তৈরির জন্য সম্মতি প্রদান করায় এখন আপনারা বাচ্চাদের এই স্কুলে ভর্তি করতে পেরেছেন। আজ এই স্কুল উদ্বোধনের মাধ্যমে আমার দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হলো। আজ এখানে হয়তো আমার মতো খুশি আর কেউ নেই।

জেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান বলেন, বাণিজ্যিক এলাকায় এত সুন্দর স্কুল দেখে আমি খুবই অনন্দিত হয়েছি। এই স্কুলটি এক সময় ইন্টারমিডিয়েট পর্যন্ত হবে। এখানে আমি আধুনিক শিক্ষা উপকরণ যা যা লাগে সব দেবো। আপনারা এখানে যারা শিক্ষক আছেন সবাই বাচ্চাতের লেখাপড়ার পাশাপাশি সততার শিক্ষাটাও দিয়েন।

অপরাজিতা নগর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুদা আখতার বলেন, আমাদের এই স্কুলে ২০০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। আরো ভর্তির প্রক্রিয়া চলমান। যারা আমাদের হাতে আপনাদের সন্তান তুলে দিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা রইল। আমরা চেষ্টা করবো যাতে স্কুলটি ঢাকা বিভাগের মধ্যে একটি অবস্থান করতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে নাসিকের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, জীবনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এখান থেকে বেসিক জিনিসগুলো শিখে গেলেই এনাফ। আমার বাচ্চার প্রথম হতে হবে, জিপিএ ৫ পেতে হবে, এখান থেকে বের হয়ে আসতে হবে। বাচ্চা যতটুকু পারে সেটাই যথেষ্ট। বিদেশে এভাবেই শেখানো হয়। এই স্কুলের প্রধান শিক্ষিকা রয়েছেন এখানে। আমি তাকে বলবো যে, বাচ্চারা কি বলে সেটা যেন শুনা হয়। অভিবাবকরা চেষ্টা করবেন এসএসসির আগে পর্যন্ত কোনো প্রাইভেট টিচার না রাখার। বাচ্চাকে বড় হতে দেন, দেখবেন সে ভালো করবে। নারায়ণগঞ্জ শহরের জন্য আমরা এই স্কুলটাকে মডেল স্কুল হিসেবে গড়ে তুলতে চাই। এখন আপাতত ক্লাস এইট আছে, আগামী বছর ক্লাস নাইন শুরু হবে। তার পরের বছর ক্লাস টেইন এবং এর পরের বছর একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তি নেব। আমাদের এই পরিকল্পনা রয়েছে। 

 

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group