News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

এটিএম কামালের মায়ের মৃত্যু বাসায় ছুটে গেলেন সিরাজুল মামুন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ১০:৫০ পিএম এটিএম কামালের মায়ের মৃত্যু  বাসায় ছুটে গেলেন সিরাজুল মামুন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন।

সোমবার (৫ জানুয়ারি) মৃত্যুর সংবাদ শোনার পরপরই শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে এটিএম কামালের নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়াস্থ বাসভবনে ছুটে যান সিরাজুল মামুন। এসময় তিনি মরহুমার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ের বাইরেও এই দুই নেতার মধ্যে রয়েছে দীর্ঘদিনের গভীর পারিবারিক সম্পর্ক।

জানা গেছে, এবিএম সিরাজুল মামুনের পিতা গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম হাবিবুর রহমান এবং এটিএম কামালের পিতা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সেই সুবাদে ছোটবেলা থেকেই তাদের মধ্যে পারিবারিক যাতায়াত ও হৃদ্যতা বজায় রয়েছে।

শোকবার্তায় সিরাজুল মামুন বলেন, আমাদের দুই পরিবারের সম্পর্ক বহু পুরনো। কামাল ভাইয়ের আব্বা এবং আমার আব্বা দুজন আন্তরিক বন্ধু ছিলেন এবং কামাল ভাইও আব্বার ছাত্র ছিলেন। আমরা সবাই দোআ করি, "আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।" এ সময় মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group