News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

আড়াইহাজারে গণভোট নিয়ে উঠান সভা ও চলচ্চিত্র প্রদর্শনী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৭:৩৫ পিএম আড়াইহাজারে গণভোট নিয়ে উঠান সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভোটারদের গণভোট সম্পর্কে উদ্বুদ্ধ ও সচেতন করতে তিনটি উঠান সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা তথ্য অফিসার মো. কামরুজ্জামান ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাছলিমা আক্তারের তত্ত্বাবধানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফতেপুর ইউনিয়নের ১০০ নম্বর বগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বিশনন্দী ইউনিয়নের মানিকপুর বাজার এবং বিশনন্দী ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাজী খোকন উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক তিনটি উঠান সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানগুলোতে গণভোটের উদ্দেশ্য, পদ্ধতি ও ভোটারদের দায়িত্ব নিয়ে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদ।

এ ছাড়া গণভোট বিষয়ে তৈরি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ ভোটারদের সহজভাবে বিষয়টি তুলে ধরা হয়। সভায় অংশ নেওয়া ভোটাররা গণভোট সম্পর্কে নানা প্রশ্ন করেন এবং কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

আয়োজকদের ভাষ্য, গণভোট সম্পর্কে সঠিক ধারণা দিতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও চলবে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group