News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

৩ ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা দিপু ভূইয়ার জন্য একাট্টা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৭:৪০ পিএম ৩ ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা দিপু ভূইয়ার জন্য একাট্টা

রূপগঞ্জে পারিবারিকভাবেই ঐতিহাবাহী ভূইয়া পরিবারের উত্তরসূরী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। উপজেলার মুড়াপাড়া, গোলাকান্দাইল ও ভুলতা এ তিনটি ইউনিয়নই দিপুর ইউনিয়ন হিসেবেই খ্যাত। এখানে নিজের বাড়ি, বাবা ছিলেন চেয়ারম্যান, রয়েছে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান। এ তিনটি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও সাবেক সদস্যরা এক হয়েছেন দিপুকে ঘিরে।

৫ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে তিনটি ইউনিয়নের সকল ইউপি মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন। তাঁরা সকলে একবাক্যে দিপুকে আগামী সংসদ নির্বাচনে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, বিগত সময়ে আমরা ঠিকমত কাজ করতে পারি নাই। এবার আমাদের আকাঙ্খার প্রার্থী পেয়েছি। আমরা সকল ইউপি সদস্যরা দিপু ভূইয়ার জন্য কাজ করবো

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group