News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

এসিআই সল্ট কে ২ লাখ টাকা জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৯:৪০ পিএম এসিআই সল্ট কে ২ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূর্ষণের দায়ের এসিআই সল্ট লিমিটেড কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর দুপুরে রূপগঞ্জের মোড়াপাড়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা আর্থিকদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিউকিশন প্রদান করেন। পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩), ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক মুড়াপাড়ায় অবস্থিত এসি আই সল্ট লিমিটেড প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।” দূষণকারী কারখানা বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Islam's Group