News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

তিনদিনের পরিদর্শন সফরে নারায়ণগঞ্জে বিচারপতি খিজির আহম্মেদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৭:৩৩ পিএম তিনদিনের পরিদর্শন সফরে নারায়ণগঞ্জে বিচারপতি খিজির আহম্মেদ

তিন দিনের জন্য নারায়ণগঞ্জের বিচার ব্যবস্থা সংক্রান্ত বিষয়াদি পরিদর্শনে এসেছেন বিচারপতি খিজির আহম্মেদ। রোববার ২১ সেপ্টেম্বর প্রথম দিনে বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাত করে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম আনোয়ার প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারপতি মহোদয় তিনদিনের সফরে পরিদর্শনে এসেছেন। পরিদর্শনের প্রথমদিনে আজকে আমরা আইনজীবী সমিতি কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাত করেছি। আমরা আদালতে মামলা পরিচালনা, এজলাস, বিচারক সংক্রান্ত বিষয় এবং নারায়ণগঞ্জ বার এবং এজলাসের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। আগামীকাল আমাদের সাথে উনার মত বিনিময় সভা হওয়ার কথা রয়েছে। সব শেষ মঙ্গলবার তিনি সকলের সাথে সাক্ষাত করে উনি তিনদিনের পরিদর্শনে কি পেলেন সেটি সমাপনী বক্তব্য দিয়ে বিদায় নিবেন।

বিচারপতির সাথে সাক্ষাত কালে আইনজীবী সমিতির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম আনোয়ার প্রধান, সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট কাজী আব্দুল গাফফার, সহ সভাপতি অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন, কার্যকরী সদস্য অ্যাডভোকেট ফাতেমা আক্তার সুইটি সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

Islam's Group