নারায়ণগঞ্জ শহর ও শহরতলীকে যানজটমুক্ত করতে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে চিঠি দিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন। সোমবার ২৬মে এ চিঠি প্রদান করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। শিক্ষা, বাসস্থান ও কর্মক্ষেত্রের সুবিধার্থে এখানে দেশের ৬৩ জেলার মানুষের বসবাস। মানুষের এই বসতি সময়ের সাথে সাথে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। ফলে মানুষের চাহিদা অনুযায়ি বৈধ যানবাহনের পাশাপাশি অবৈধ যানবাহনের সংখ্যাও বাড়ছে আশঙ্কা হারে। একদিকে অবৈধ যান অন্যদিকে অপরিকল্পিতভাবে নিয়ম শৃঙ্খলা না মেনে যান চলাচল করায় যারপরনাই যানজটের সৃষ্টি হচ্ছে। দুর্বিষহ এই যানজট শহর ও শহর তলীতেও বিস্তৃত। এতে করে দৈনন্দিন কর্ম সম্পাদনে যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে মানুষ, তেমনি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও চরম বিড়ম্বনার শিকার হচ্ছে। মানুষের দৈনন্দিন প্রয়োজন ও বিড়ম্বনার বিষয়টি গুরুত্ব বিবেচনায় লাখো মানুষের স্বার্থে নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর যানজট নিরসন এবং বিআরটিএ’র অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
আপনার মতামত লিখুন :