নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে সংসদ সদস্য হিসেবে ইসলামী আন্দোলনের (চরমোনাই পীর) প্রার্থী হতে চান দলের সহযোগি সংগঠন জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের সহ সাধারণ সম্পাদক মুফতি ইসমাঈল সিরাজী। ইতোমধ্যে রাজধানীর পাশের নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এ আসনে নজার সকল রাজনৈতিক দলের। বিএনপি ও জামায়াতেরও এখানে শক্তিশালী একাধিক সম্ভাব্য প্রার্থী রয়েছেন। তাদের সঙ্গে পাল্লা দিতেই এবার এ আসনে আগ্রহ দেখাচ্ছেন সিরাজী।
ইসলামী এ বক্তা সংসদীয় আসনের সিদ্ধিরগঞ্জের মাদানীনগরের বাসিন্দা। এ আসনে প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বী হেভিওয়েট থাকাতে নিজেকেও তাদের সঙ্গে লড়তে চান তিনি।
সিরাজী জানান, আমি দীর্ঘদিন ধরেই ইসলামী আন্দোলন সহ নানা কর্মকাণ্ডে জড়িত। বিগত দিনে অনেক আন্দোলনে সামনের সারিতে ছিলাম। আগামীতে আমি নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য হতে দলের মনোনয়ন চাইবো।
ইসলামী আন্দোলনের একাধিক নেতা জানান, ইতোমধ্যে দলটি প্রার্থী চূড়ান্ত কাজ শুরু করেছে। জেলার বিভিন্ন থানা ও উপজেলায় গিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা চলছে। আগামী জুলাইতে জেলার ৫টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
নিজেকে জানান দিতে সোমবার শহরের এক নং রেল গেট এলাকাতে মহানগর ইসলামী আন্দোলনের অফিসে এক কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সিরাজী।
আপনার মতামত লিখুন :