News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৮ মে, ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

শীতলক্ষ্যা সেতুর নিচে অনুমতি ছাড়াই বিএনপি নেতার কোরবানি পশুর হাট


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৭, ২০২৫, ১০:২৫ পিএম শীতলক্ষ্যা সেতুর নিচে অনুমতি ছাড়াই বিএনপি নেতার কোরবানি পশুর হাট

প্রশাসনের অনুমতি ছাড়াই তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নিচে গরুর হাট বসিয়েছেন নারায়ণগঞ্জের দুই বিএনপি নেতা। তারা হাটের জন্য ইজারা চাইলেও এখনো তারা ইজারা পান নি। বৃহস্পতিবার ইজারা সম্পন্ন হবে। এদিকে সেতুর নিচে ইজারা দেওয়ার কোনো চিন্তাভাবনা নেই প্রশাসনের। তারাও এ বিষয়ে অবগত নয় বলে জানা গেছে। এর আগে নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর কয়লাঘাট এলাকায় সেতুর সংযোগ সড়ক দেবে যাওয়ায় সেতু দিয়ে যান চলাচল করতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এরই মধ্যে আবার সেতুর নিচে কোরবানির পশুর হাট বসিয়ে সেতুটি আরও ঝুঁকিপূর্ণ করে ফেলা হয়েছে।

জানা যায়, গোপনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন ও সাবেক সভাপতি নজরুলের নেতৃত্বে এ হাট বসানো হয়েছে। এরই মধ্যে তারা হাটটিতে গরু কেনাবেচা শুরু করে দিয়েছেন।

বিষয়টি স্বীকার করে গোপনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন বলেন, আমরা ইজারা নেওয়ার জন্য আবেদন করেছি। বৃহস্পতিবার ইজারা সম্পন্ন হবে। এর আগে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি।

নারায়ণগঞ্জ সদর উপজেলা (ইউএনও) জাফর সাদিক চৌধুরী বলেন, এ বিষয়ে আমরা অবগত নই। আমরা এখনো ব্যবস্থা গ্রহণ করছি।

Islam's Group