News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

গোগনগরে শামীম ওসমানের সহযোগী আওয়ামী লীগ নেতা বাসেত বেপারী আটক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: মে ২২, ২০২৫, ০৩:২৪ পিএম গোগনগরে শামীম ওসমানের সহযোগী আওয়ামী লীগ নেতা বাসেত বেপারী আটক

নারায়ণগঞ্জ সদর থানাধীন সৈয়দপুর কড়ইতলা এলাকা থেকে সন্ত্রাসীদের গডফাদার শামীম ওসমানের দোসর আওয়ামীলীগ নেতা বাসেত বেপারীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। আটককৃত বাসেত বেপারীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতা হত্যার একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। 

বুধবার ২১ মে রাতে সদর মডেল থানার এসআই রমজানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তবে বাসেত বেপারীকে ছাড়িয়ে নিতে স্থানীয় একটি চক্র প্রশাসনকে ম্যানেজের চেষ্টা করে বলে জানা গেছে।স দর মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা ওসি মোঃ নাসির আহমদ আটকের সত্যতা নিশ্চিত করেছেন। 

বিগত আওয়ামীলীগ শাসনামলে সন্ত্রাসীদের গডফাদার শামীম ওসমান ও তার পুত্র অয়ন ওসমানের ছত্রছায়ায় বাসেত বেপারী গোগনগরে নানা অপকর্ম করে বেড়িয়েছে। গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর বাসেত বেপারী গা ঢাকা দিয়েছিল। তবে সম্প্রতি সে আবারো এলাকায় ফিরে আসে।  

Islam's Group