ফতুল্লায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। সোমবার ২৬মে দুপুরে ফতুল্লার লালপুর এলাকায় পানি বন্দি মানুষদের চলাচল সহজ করার জন্য ফতুল্লা সাংগঠনিক দক্ষিণ শাখার ভ্যান শ্রমিকদের উদ্যোগে “ফ্রি পানি পারাপার” এর ব্যবস্থা করা হয়।
এ কার্যক্রমের উদ্ধোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।
এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, ফতুল্লা দক্ষিণ সংগঠনের আমির মাওলানা নাসির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, প্রতিবছর বর্ষাকালে জলাবদ্ধতার কারণে লালপুরবাসীর অবর্ণনীয় কষ্ট করতে হয়। এ সমস্যা নিয়ে আমরা একাধিকবার জেলা প্রশাসনকে জানিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত এর কোনো সমাধান হয় নি। অতীতে অনেক নেতারা এখানে পানিতে নেমে এমন ভাব দেখিয়েছেন যেনো আগামীকালই কিছু একটা হবে। কিন্তু এলাকাবাসী এখনো কোনো সুফল দেখে নাই। আমাদের সীমাবদ্ধতার মধ্যে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে আপাতত প্রতিদিন সকাল ও বিকেলের দিকে ভ্যানগাড়ির মাধ্যমে ফ্রি পারাপারের ব্যবস্থা থাকবে। স্থায়ী সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রম পানি বন্দি এলাকায় চালু রাখবো। এর পাশাপাশি আমি ইউএনও মহাদয়ের সঙ্গে কথা বলেছি। এই এলাকাটি সিটি করপোরেশনে নেওয়ার কথা ছিল। কিন্তু কারো ষড়যন্ত্রের কারণে এটি হয় নি। আমরা এই এলাকাকে সিটি করপোরেশনের আওতায় নিয়ে এই এলাকার দুর্ভোগ দূর করে মানুষের মান উন্নয়নে কাজ করবো। ফতুল্লাবাসীর জন্য আমাদের যেখানে যেখানে যাওয়ার দরকার আমরা সেখানে সেখানে যাবো। জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ কষ্ট করে আসছে সেজন্য তারা সারাজীবন কষ্ট করে যাবে তা হতে পারে না।
আপনার মতামত লিখুন :