News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ইয়ার্ন মার্চেন্ট নির্বাচন : মাহফুজ প্যানেলের সবাই বিজয়ী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৮:১৩ পিএম ইয়ার্ন মার্চেন্ট নির্বাচন : মাহফুজ প্যানেলের সবাই বিজয়ী

বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৭ পর্ষদের নির্বাচনে অ্যসোসিয়েট গ্রুপে মাহফুজুর রহমান খান মাহফুজের নেতৃত্বাধীন পুর্নপ্যানেল বিজয়ী হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ ১৩২ ভোট পেয়ে প্রথম হয়েছেন মজিবুর রহমান। পর্যায়ক্রমে ১২৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. ফয়সাল আহাম্মদ(দোলন), ১২৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মোহাম্মদ মুসা, ১২৩ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মোহাম্মদ জাহিদ হাসান, ১১২ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন মো. মাহফুজুর রহমান খান মাহফুজ, ১০৯ ভোট পেয়ে ষষ্ঠ হয়েছে জীবন সাহা। 

প্যানেলের বাইরে থাকা বাকি দুই স্বতন্ত্রপ্রার্থী মো. খায়রুল কবির পেয়েছেন ৮০ ভোট এবং মো. কামরুল হাসান পেয়েছেন ৭৮ ভোট।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা ভোট গননা শেষে সন্ধ্যা ৬টায় বিজয়ীদের নাম প্রকাশ করেন।

এর আগে শনিবার ২৪ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা অবধি শহরের টানবাজারস্থ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে এসোসিয়েট গ্রুপ থেকে ১৬২ জন ভোটারের মধ্যে ১৫৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন বোর্ডের দায়িত্বে ছিলেন প্রবীর কুমার সাহা চেয়ারম্যান, মো. হাবিব ইব্রাহিম সদস্য এবং ব্যারিস্টার মেহেদী হাসান (ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ) সদস্য। নির্বাচন আপিল বোর্ডের দায়িত্বে আছেন, মুহাম্মদ আইউব- চেয়ারম্যান, মো. নিছারউদ্দিন কামাল সদস্য এবং মো. মকবুল হোসেন সদস্য।  

এর আগে গত ১০ মে জেনারেল গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থী তাজুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় জেনারেল গ্রুপে সংগঠনটির বর্তমান সভাপতি এম সোলায়মানসহ ১৫জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। তাজুল ইসলাম জেনারেল গ্রুপ থেকে বর্তমান সভাপতি এম সোলায়মানের নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থী হলেও মেয়ের অসুস্থতাজনিত বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে গমনের কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বলে জানা গেছে।

জেনারেল গ্রুপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, এম সোলায়মান, মোস্তফা এমরানুল হক মুন্না, সঞ্জিত রায়, মো. মজিবুর রহমান, সিরাজুল হক হাওলাদার সিরাজ, মো. আকবর হোসেন, মো. আকরাম, গৌতম সাহা, মো. তাইজ উদ্দিন আহমেদ, মো. জোবায়ের আলম ঝলক, মো. সাইদুর রহমান, আব্দুল্লাহ্ আল হোসেন বাপ্পি, মাজহারুল ইসলাম জোসেফ, মো. মাহমুদুল হোসেন লিংকন খান ও মো. বিল্লাল হোসেন। 

Islam's Group