নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডস্থ কিসমত মার্কেট সংলগ্ন ডিএনডি লেক থেকে অজ্ঞাত এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ । রবিবার ২৫মে দুপুর ১২ টায় এ মরদেহ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
এরআাগে সকালে এলাকাবাসী ডিএনডি লেকের পানিতে অজ্ঞাত নারীর মরদেহ ভাসতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুহাম্মদ শাহিনূর আলম সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় সনাক্ত করতে পিবিআই সদস্যরা কাজ করছেন। উদ্ধারকৃত লাশটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :