News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পেলেন নারায়ণগঞ্জের ৪ জন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৮:২৩ পিএম জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পেলেন নারায়ণগঞ্জের ৪ জন

গত ১৬মে গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ হয়। জমকালো আয়োজনের মাধ্যমে আত্মপ্রকাশ পায় সংগঠনটির। অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে নবগঠিত সংগঠনের আহ্বায়ক ও ডা. জাহেদুল ইসলামকে সদস্য সচিব করে ১৩৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের চারজন গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। দায়িত্বপ্রাপ্ত সোনারগাঁয়ের তুহিন মাহমুদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রূপগঞ্জের ইয়াছিন আরাফাত সিনিয়র সংগঠক, ছাত্রনেতা নিরব রায়হান ও রূপগঞ্জের সাইফুল ইসলাম রোমান পেয়েছে সংগঠকের দায়িত্ব। 

জুলাই বিপ্লবে নারায়ণগঞ্জে নেতৃত্ব দানকারী কবি নিরব রায়হানের কাছে জানতে চাইলে বলেন, আমরা প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার জন্য এটি একটি চ্যালেঞ্জ কারণ এটিই আমার প্রথম কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হওয়া। বলতে পারি, আমার রাজনীতির সূচনা হলো এখান থেকেই। জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। আমরা একটি মুক্ত স্বাধীন বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে ভূমিকা রাখতে পারে আমাদের মতো যুবকরাই। আমরা নারায়ণগঞ্জ থেকে দায়িত্বপ্রাপ্ত চারজনের মধ্যে আগে থেকেই বোঝাপড়া ভালো থাকায় আশা রাখছি আমরা নারায়ণগঞ্জের তরুণ যুবাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাবো। আমরা পূর্বে যেমন যে যার জায়গা থেকে নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালন করেছি, আগামীতেও আমাদের উপর অর্পিত দায়িত্ব সততার সাথে পালন করে যাবো ইনশাআল্লাহ।

Islam's Group