২০২৩ সালের ২৯ আগস্ট নারায়ণগঞ্জ জেলা যুবদলের তিন সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের পর শীর্ষ তিন নেতা ঐক্যবদ্ধ হয়ে একটি মিটিংও করতে পারেননি। জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সামান্যতম কাজের কোনো অগ্রগতি নাই। এরি মাঝে প্রায় দুই বছর পার করতে চলেছে জেলা যুবদলের বর্তমান কমিটির তিনজন নেতা।
জানা গেছে, ২০২৩ সালের ২৯ আগস্ট রাতে সাদেকুর রহমান সাদেককে আহবায়ক, খাইরুল ইসলাম সজীবকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মশিউর রহমান রনিকে সদস্য সচিব করে এই কমিটির অনুমোদন করে কেন্দ্রীয় যুবদল। কমিটি গঠনের শুরু থেকেই এই তিন নেতার মাঝে মতানৈক্য সৃষ্টি হয় এবং পৃথকভাবে তিন নেতা দলের কর্মস‚চি পালন করেছেন। কখনো কখনো দেখা গেছে তিন জন নেতার পৃথক কর্মসূচিতে জেলা যুবদলের তিনটি ব্যানারে পালিত হয়েছে। তিনজন নেতাই যুবদলের রাজনীতিকে শক্তিশালী করার চেয়ে মূলদলের নেতাদের মিশন বাস্তবায়নে কাজ করে গেছেন।
সাদেকুর রহমান সাদেক এর আগে কেন্দ্রীয় যুবদলের সদস্য ছিলেন। দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় ধরে জেলা যুবদলের নেতৃত্ব পাওয়ার লড়াই করে আসছিলেন তিনি। এর আগে জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন মশিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক ছিলেন সজীব। ছাত্রদলের নেতৃত্বে থাকাকালীন সময় থেকেই রনি ও সজীবের মধ্যে রাজনৈতিক বিরোধ।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের ছেলে হওয়ার সুবাধে পিতার রাজনীতিকে পাকাপোক্ত করতে সোনারগাঁও উপজেলা যুবদলকে নিয়ন্ত্রণ করছেন সজীব। এর বাহিরে অন্যান্য উপজেলায় যুবদলের রাজনীতিকে সক্রিয় করার কোনো চেষ্টাতেই নেই সজীব। বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অবস্থান পাকাপোক্ত রাখতে আড়াইহাজারে কাজ করছেন সাদেক। নিজ আসন এলাকায় যুবদলের অগ্রাধিকার বহাল রাখতে ফতুল্লার নেতাকর্মীদের নিয়ে পড়ে আছেন মশিউর রহমান রনি। জেলা যুবদলের তিনজন জেলা যুবদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার কাজটি করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
এমন পরিস্থিতিতে জেলা যুবদলের নেতৃত্ব প্রত্যাশি একাধিক নেতারা জানিয়েছেন, জেলা যুবদলের বর্তমান কমিটি যে কোনো সময় বিলুপ্ত ঘোষণা করা হতে পারে। সেই লক্ষ্যে নতুন কমিটির নেতৃত্বে আসতে নারায়ণগঞ্জ জেলা থেকে প্রায় দুই শতাধিক যুবদল নেতা কেন্দ্রীয় যুবদলের কাছে সিভি জমা দিয়েছেন। যেখানে জেলা যুবদলের সাবেক নেতা ও জেলা ছাত্রদলের সাবেক নেতারা রয়েছেন।
এদের মধ্যে উল্লেখ্যযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, রফিকুল ইসলাম ভুঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক নেতা রফিকুল ইসলাম, জেলা যুবদল নেতা আরিফুর রহমান ইমন, আমিরুল ইসলাম ইমন, আমিনুল ইসলাম প্রিন্স, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ জিকু, সাবেক ছাত্রদল নেতা মাসুদুর রহমান, যুবদল নেতা হারুণ রশিদ মিঠু, নূরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ সহ দুই শতাধিক নেতা।
আপনার মতামত লিখুন :