News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

আড়াইহাজারে প্রাইভেটকারের ধাক্কায় পথচারীর মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০২:৩১ পিএম আড়াইহাজারে প্রাইভেটকারের ধাক্কায় পথচারীর মৃত্যু

আড়াইহাজারে প্রাইভেটকারের ধাক্কায় ছগির আহমেদ (৫৫) নামে পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে আড়াইহাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছগির উপজেলার আতাদী গ্রামের নঈম উদ্দিনের ছেলে। সে পেশায় রিকশা চালক। তিনি ব্রাক্ষন্দী এলাকায় ভাড়া থাকতো।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাক্ষন্দী তার ভাড়া বাসা থেকে সকালে ফজরের নামাজ শেষে হাটতে বের হন তিনি। হাঁটতে হাঁটতে উপজেলার সদরের চৌরাস্তায় আসলে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফউদ্দিন ঘটনা নিশ্চিত করেন।

Islam's Group