News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬, ২২ পৌষ ১৪৩২

সোনারকান্দা হাটে ড্রামের গোডাউনে আগুন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৮:৪৫ পিএম সোনারকান্দা হাটে ড্রামের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জ বন্দরের ২০ নম্বর ওয়ার্ডস্থ সোনাকান্দা হাটে অবস্থিত একটি প্লাস্টিকের ড্রামের গোডাউনের কারখানায় ভগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। ২ রা জানুয়ারি শুক্রবার সন্ধ্যার পর অজ্ঞাত দুর্বৃত্তকারীরা সোনাকান্দা এলাকার ব্যবসায়ী গাজী হোসেনের ড্রামের কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। এতে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ বন্দর থানায় অভিযোগে উল্লেখ্য করেছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন এবং অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর ২০ নং ওয়ার্ড সোনাকান্দা এলাকার মৃত নূর মোহাম্মদ এর ছেলে মোহাম্মদ গাজী হোসেন দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী সোনাকান্দা হাটে প্লাস্টিকের ড্রামের ব্যবসা করে আসছে। এলাকার কিছু বখাটে উশৃংখলকারী চোর ও  ছিনতাইচক্র বিভিন্ন সময় তার ব্যবসা প্রতিষ্ঠানে নানাভাবে ক্ষতি  সাধন করে আসছে। এই ধারাবাহিকতায় গত ২ জানুয়ারি শুক্রবার  সন্ধ্যার পর তার ড্রামের গোডাউনে অগ্নিসংযোগ করে। এতে মুহূর্তের মধ্যে প্রায় তিন লক্ষ টাকার প্লাস্টিকের ড্রাম পুড়ে যায়। আগুন দেখে আশেপাশের লোকজন দ্রুত গঠন স্থলে গিয়ে নদীর পাড়ে ব্যবসা প্রতিষ্ঠান হওয়ায় শীতলক্ষা নদী থেকে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সংবাদ দেওয়ার পূর্বেই জনতার চেষ্টায় ভয়াবহ ক্ষতি থেকে প্রতিষ্ঠানটি রক্ষা পায়। এ ব্যাপারে ড্রাম কারখানার মালিক গাজী হোসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ করে থানায় অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে এবং অগ্নি সংযোগকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group