প্রয়াত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জে শতাধিক মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
শুক্রবার (২ জানুয়ারি) জুম’আর নামাজ শেষে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকার শতাধিক মসজিদে একযোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর অংশ হিসেবে সোনারগাঁ উপজেলা পরিষদ কেন্দ্রীয় মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
দোয়া মাহফিল শেষে আজহারুল ইসলাম মান্নান কান্নাজড়িত কণ্ঠে এক আবেগঘন বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের মানুষের জন্য তাঁর আজীবন সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি দেশবাসীর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, মোতালেব কমিশনার, রফিকুল ইসলাম, সফিউল আলম বাচ্চু, নাজিমুদ্দিন, সাদিকুর রহমান সেন্টু, আব্দুর রাহিম, রুবেল হোসাইনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় কয়েক হাজার মুসল্লী দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিল শেষে আজহারুল ইসলাম মান্নান কান্নাজড়িত কণ্ঠে এক আবেগঘন বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের মানুষের জন্য তাঁর আজীবন সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি দেশবাসীর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
দোয়া শেষে মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।




-20260102160818.jpg)



































আপনার মতামত লিখুন :