News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগের বিশৃঙ্খলা সৃষ্টি : নিপুর ব্যর্থতার পর নিজাম-সোহেল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ১০:১১ পিএম আওয়ামী লীগের বিশৃঙ্খলা সৃষ্টি : নিপুর ব্যর্থতার পর নিজাম-সোহেল

নারায়ণগঞ্জের পরিবেশ অস্থিতিশীল করতে পলাতক শামীম ওসমান তাঁর ঘনিষ্ঠজনদের বিশেষ দায়িত্ব দিয়েছেন। এরই মধ্যে মিছিল হয়েছে। আগামীতেও বড় ধরনের ঘটনার আশঙ্কা রয়েছে। তবে বিএনপির কেউ কেউ বলছেন, এসব পলাতক নেতাদের ফতুল্লা বিএনপি কেউ কেউ আবার নানাভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। ফলে পরিস্থিতি আছে ঘোলাটে।

দীর্ঘ আট মাস যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যদের নজরে বাহিরে রয়েছেন নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ‘সেকেন্ড ইন কমান্ড’ শাহ নিজাম। পরিবার সদস্যদের নিয়ে আওয়ামীলীগ সরকার পতনের আগেই সিঙ্গাপুর হয়ে দুবাইতে আলিশান জীবনযাপনে রয়েছেন জানা গেছে। গত বছর ১৯ জুলাই প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি ছোড়া শামীম ওসমানের নেতৃত্বে ক্যাডার শাহ নিজাম ও তার সহযোগীদের ভিডিও ভাইরাল হয়েছে। এতে করে শাহ নিজাম, মীর সোহেল আলী ও আজমতউল্লাহ সহ সকল ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হতাহত মামলায় আসামী হয়েছেন। আগামী আওয়ামীলীগকে চাঙ্গা করতে ফতুল্লা অস্থিতিশীল করার পায়তারা চালিয়ে যাচ্ছেন শামীম ওসমান। তার ‘সেকেন্ড ইন কমান্ড’ শাহ নিজামের নেতৃত্বে মীর সোহেল আলীর বাহিনীর সদস্যরা ২১ এপ্রিল লিংক রোডে ঝটিকা মিছিল বের করার চেষ্টা চালায়। শাহ নিজামের নম পার্ক থেকে মীর সোহেল আলী বিশস্ত ঠিকাদার আবুল হোসেন সহ ৭জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপরই ওসমানদের অপতৎপরতা নজরে পড়ে বিএনপি-জামায়াত ইসলামী ও নাগরিক পার্টির নেতাদের মধ্যে।

শামীম ওসমানের দাপুটে ফতুল্লাকে আওয়ামী লীগের নিয়ন্ত্রণ করার নির্দেশনা পান নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম। এতেই তার সেকেন্ড ইন কমান্ড জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর মাধ্যমে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানে মিছিল বের করার চেষ্টা চালায়। এতে ভোরেই মীর সোহেলের সহযোগি ঠিকাদার আবুল হোসেন সহ ৭জনকে গ্রেপ্তার করে পরিস্থিতি স্বাভাবিক নিয়ে যায় পুলিশ।

পলাতক শাহনিজাম ও মীর সোহেল পলাতক থাকাবস্থায় সরকার বিরোধী আন্দোলনে প্রশ্রয়দাতা খুজঁছে প্রতিপক্ষ নেতারা। এতে করে আজমতউল্লাহ ও এক চেয়ারম্যানের নাম উঠে এসেছে। এর ফলে তাদের পলাতক জীবনে ফতুল্লাকে অস্থিতিশীল করার পিছনে তাদের কারিশমা থাকছে বলে জানা যায়।

শামীম ওসমান এমপি থাকাকালে ‘সেকেন্ড ইন কমান্ড’ শাহ নিজামের নেতৃত্বে ফতুল্লা পুরো এলাকাজুড়ে তান্ডব চালানো হত। জমি দখল, সন্ত্রাসী কর্মকান্ড, গুম, খুন, চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ বিভিন্ন কার্যক্রমে অভিযোগ রয়েছে। শুধু তাই না সদর উপজেলা চেয়ারম্যানদের নাকে রশি ধরিয়ে ঘুরাতেন শাহ নিজাম। এর ফলে তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে তোড়জোড় চালিয়ে ছিলেন গত বছর রমজান মাস জুড়ে। তার সাথে ভাইস চেয়ারম্যান হওয়ার স্বপ্নে দৌড়ে ছিলেন ছাত্রদল থেকে জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হওয়া মীর সোহেল আলী।

এদিকে শাহ নিজাম ও মীর সোহেল পলাতক থাকা অবস্থায় এবার আজমত উল্লাহ ও ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের উপর দায়িত্ব দেয়া হয়েছে বলে শোনা গেছে। আগামীতে আওয়ামীলীগের যে কোন কর্মসূচী পালনে শামীম ওসমানের পক্ষে রাজপথে থাকার নির্দেশনা এসেছে। জুলাই গণঅভ্যুত্থানে পর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপুকে দায়িত্ব দেয়া হলেও রাজপথ গুছাতে পারেনি।

নারায়ণগঞ্জ-৪ আসনের (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) সাবেক এমপি শামীম ওসমানের নির্বাচনী এলাকার দুইটি হওয়ার তার আস্থাভাজন ছিলো একাধিক। ফতুল্লায় অঞ্চলে একক ক্ষমতা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম। সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দনশীল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া ও শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু’র।

অন্তবর্তী সরকার বিরোধী আওয়ামীলীগের সকল কর্মসূচীতে ফতুল্লা অঞ্চলের দায়িত্ব রয়েছেন শাহ নিজাম। তার নিয়ন্ত্রণিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে বেশিভাগ পলাতক রয়েছেন। ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদ শারিরীক অসুস্থতা নিয়ে বিছানায়। ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউপি সদ্য সাবেক চেয়ারম্যান শওকত আলী, আলীরটেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, গোগনগর ইউপি সদ্য সাবেক চেয়ারম্যান ফজর আলী, কুতুবপুর ইউপি সদ্য সাবেক চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা ইউপি সদ্য সাবেক চেয়ারম্যান ফাইজুল ইসলাম পলাতক রয়েছেন। এনায়েতনগর ইউপি সদ্য সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান ছাত্র-জনতা হত্যা মামলা কারাগারে রয়েছেন। এদের পাশাপাশি নারায়ণগঞ্জ সদর উপজেলার দীর্ঘ দিনের ভাইস চেয়ারম্যান (অপসারিত) নাজিমউদ্দিন আহম্মেদ আত্মগোপনে রয়েছেন।

এক চেয়ারম্যান কারাগারে, আরেক চেয়ারম্যান শয্যায় ও বাকি চেয়ারম্যানরা গা-ঢাকা দেয়া আগামীতে আওয়ামীলীগের কর্মসূচী পালনে হোচট খেতে যাচ্ছে শাহনিজাম বাহিনী। এর ফলে শাহনিজাম ও মীর সোহেল আলী মত নেতারা অস্তিত্ব রক্ষায় দিনপ্রহন গুনছে।

Islam's Group