পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে মক্কা শরীফ রওনা হবেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এমন ১৩জন সদস্যদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩০ এপ্রিল দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের নিচ তলায় আইনজীবী সমিতির উদ্যোগে উক্ত দোয়া অনুষ্ঠিত হলেন।
হজ্জ যাত্রীরা হলেন অ্যাডভোকেট সফিকুল ইসলাম মিয়া, অ্যাডভোকেট মো. আব্দুর রউফ, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, অ্যাডভোকেট মো. আব্দুস সালাম, অ্যাডভোকেট নাছিমা আক্তার, অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ জাকির, অ্যাডভোকেট মাকসুদা আক্তার রুমি, অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট শাহানারা আক্তার, অ্যাডভোকেট এস.এম মাহমুদুল হক আলমগীর, অ্যাডভোকেট মামুন মাহমুদ মিয়া, অ্যাডভোকেট মোবারক হোসেন, অ্যাডভোকেট আহাম্মেদ শরীফ।
দোয়ায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম আনোয়ার প্রধান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন সহ সিনিয়র আইনজীবীরা।
আপনার মতামত লিখুন :