News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৬:২০ পিএম চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ২ টায় উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।


নিহত যুবকের নাম রাহিম (২২)। একই ইউনিয়নের দক্ষিণ বারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হলে বুধবার সকাল ১০ টায় সে মারা যায়।

পুলিশ জানায়, রাতে বারপাড়া এলাকার প্রবাসী বিল্লাল হোসেনের বাড়িতে চুরি করতে এসেছিলো এমন অভিযোগে রাহিমকে গণপিটুনি দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, আমরা খবর পাই রাত ২ টার দিকে। ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আজ সকাল ১০ টা নাগাদ সে মারা গেছে বলে জানতে পেরেছি। নিহতের লাশ ঢামেক মর্গে রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Islam's Group