News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সমাবেশ ঘিরে দুই নেতার বিরোধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৯:৪৩ পিএম সমাবেশ ঘিরে দুই নেতার বিরোধ

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করাকে কেন্দ্র করে বিরোধে জড়িয়েছে স্থানীয় দুটি শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা।

জানা গেছে, শহীদ মিনারে অনুষ্ঠানের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাছে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম তার সংগঠনের জন্য আগে আবেদন করেন। এরপর টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট ইসমাইলও তার সংগঠনের জন্য আবেদন করে। তিনি জানান তার অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা আসবেন। তাই সিটি করপোরেশন তাকে অগ্রাধিকার দিয়ে বসলে এতে আপত্তি জানান বাকিরা। এতে তাদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পহেলা মে আসার আগেই বিষয়টি সমাধানের চেষ্টা করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিও মোহাম্মদ জাকির হোসেন।

জানা গেছে, এর আগে শ্রমিক নেতা হাফিজুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলর করে তার বিরুদ্ধে নানা অভিযোগ আনেন আরেক শ্রমিক নেতা অ্যাডভোকেট ইসমাইল। পরবর্তীতে তিনি হাফিজুল ইসলামের নামে থানায় একটি ডায়েরী করেন বলেও জানা গেছে। কিন্তু বিষয়টি যাতে আর সামনে না আগায় তাই গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সবাইকে ডেকে বিষয়টি সমাধান করা হয়। এ বিষয়ে কথা বলতে অ্যাডভোকেট ইসমাইলকে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিও মোহাম্মদ জাকির হোসেন বলেন, আমরা ডিসি সাহেবের অফিসে উভয়কে নিয়ে বসে বিষয়টি সমাধান করেছি। আশাকরি আর কোনো সমস্যা হবেনা।

কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী শহীদ মিনারের বরাদ্দটা হয় যিনি আগে আবেদন করেন তিনিই পান। এই বছর আগে আবেদন করেছে শ্রমিক ফ্রন্ট। তারপর আবেদন করেছি আমরা (সিপিবি)। প্রতি বছর মে দিবসের অনুষ্ঠানের পর সাংষ্কৃতিক জোট অনুষ্ঠান করে আমাদের মঞ্চে। এই বছর আবেদন আগে হয়েছে বলে সিটি করপোরেশন আমাদের অনুমতি দিয়েছে। পরবর্তীতে ইসমাঈল আবেদন করে বলছে ওনাদের একটা অনুষ্ঠান আছে সেখানে উপদেষ্টা আসবেন। ওনি এটা বলার পরে ওনাকেও একটা সময় দেয়া হয়েছে। তো এটা নিয়েই সমস্যা। ইসমাঈল এটা নিয়ে থানায় একটি ডায়েরীও করেছে। আবার আমার নামে প্রেস ব্রিফিং করে নানা ধরনের মিথ্যা কথা বলেছে।

তবে এ বিষয়ে কথা বলতে শ্রমিক নেতা ইসমাইলকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

Islam's Group