News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ গড়তে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৮:৩২ পিএম গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ গড়তে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন শহর গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় বুধবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন ও মো. নাহিদ নিয়াজ শিশির-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাইনবোর্ড পর্যন্ত এলাকায় অবৈধ ব্যানার, সাইনবোর্ড এবং ৪টি অবৈধ স্থাপনা অপসারণ ও উচ্ছেদ করা হয়। এছাড়াও রাস্তায় যানজট সৃষ্টিকারী সবধরনের যানবাহন অপসারণ করা হয়, যা জনসাধারণের চলাচলে স্বস্তি ফিরিয়ে আনে।

এই অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং বিআরটিএ যৌথভাবে সহযোগিতা প্রদান করেছে। 

জানা গেছে, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ নারায়ণগঞ্জে একটি চমৎকার উদাহরণ সৃষ্টি করেছে।জেলা প্রশাসনের এই কার্যক্রম শহরকে পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও বসবাসযোগ্য করে তোলার পথে একটি প্রশংসনীয় ও কার্যকর পদক্ষেপ হিসেবে জনসাধারণের কাছে বিবেচিত হচ্ছে।

Islam's Group