News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

চার শহীদ ও ২১২ আহতকে আর্থিক অনুদান দিলো জেলা প্রশাসন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৭:০৪ পিএম চার শহীদ ও ২১২ আহতকে আর্থিক অনুদান দিলো জেলা প্রশাসন

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জুলাই আন্দোলন আমাদের তরুণদের বীরত্বগাথা। ছাত্র জনতার দেশপ্রেমের মহাকাব্য। ছাত্র জনতা নাগরিকদের বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় নিজেদের রক্ত দিয়েছেন। তরুণ সমাজের দেশ প্রেমের শক্তিতে বাংলাদেশকে আমরা অনেক দূর নিয়ে যাবে। তারা যে রাষ্ট্র গড়তে চেয়েছিল সকলের যে অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল আমরা সেটা গড়ে তুলবো এবং তরুণ সমাজ আমাদের পাশে থাকবে। বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই তার মধ্যে এখন যে চ্যালেঞ্জ রয়েছে আমরা সেই চ্যালেঞ্জ গুলো আমাদের বীর যুদ্ধাদের নিয়ে সকলকে নিয়ে মোকাবেলা করতে চাই। আপনারা যে স্বপ্ন দেখেছেন আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করতে চাই। আমাদের তরুণ সমাজ আগামীতে যারা দেশ পরিচালনা করবেন তাদের হাতে বাংলাদেশ অত্যন্ত নিরাপদ থাকতে উচু স্থানে উন্নত হবে। তরুণ বীরযুদ্ধাদের যতটুকু সম্মান দিতে পারছি আমরা বিশ্বাস করি তারা এই সম্মানটা ধরে রাখবেন এবং এই সম্মানের শক্তিতে তারা দেশ গঠনের কাজে নিয়োজিত থাকবে। আহতের কথা যখন আমরা শুনি তখন মনে হয়ে একটি দেশের ভেতরে নিজের লোকদের এভাবে আহত করা যায়, কোন পর্যায়ের রুচির মানসিকতা হলে এমন আহত করা যায় এটি আমাদের চিন্তায় আসেনা। আমরা তো এমন রাষ্ট্র ব্যবস্থা চাইনা। একটি মানবিক রাষ্ট্র ব্যবস্থা চাই। একে অপরের সাথে কাধে কাধ মিলিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা বিশ্বাস করি আমাদের তরুণ সমাজ আমাদের পাশে থাকবে। আমরা সকলের সহযোগিতা চাই। 

বুধবার ৩০ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক এবং শহীদ পরিবারের সদস্যদের মাঝে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রদত্ত আর্থিক অনুদানের চেক ও সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে ৪ জন শহিদ পরিবারের সদস্যের প্রত্যেককে ১০ লক্ষ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র প্রদান করা হয়। পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির ২১২ জন যোদ্ধাকে এককালীন ১ লক্ষ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন সিভিল সার্জন ডা. এ.এফ.এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রসিকিউটর) ইব্রাহিম হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য মাওলানা মাঈনুদ্দিন, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নীরব রায়হান সহ অন্যান্যরা।

Islam's Group