News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

রাজীবের গণসংযোগে জনতার ঢল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৮:২২ পিএম রাজীবের গণসংযোগে জনতার ঢল

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোয়ন প্রত্যাশী মাসুকুল ইসলাম রাজিব এর উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত। শুক্রবার ১৭ অক্টোবর বিকেলে শহরের হাজীগঞ্জ বাজার থেকে শুরু করে ফতুল্লা ইউনিয়নের ৫,৬ ও ৭নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন তিনি। 

এ সময় তিনি প্রতিটি দোকানপাট এবং বাসা বাড়িতে সাধারণ ভোটাদের সাথে কথা বলেন, তারেক রহমানের ৩১ দফায় আসলে নারীদের জন্য কি কি উদ্যোগ নেয়া হবে, বিএনপি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসলে বাংলাদেশকে কিভাবে গড়তে চান সেই পরিকল্পনা সাধারণ মানুষের মাঝে তুলে ধরে ৩১ দফা গুলো মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ জানান।

এ সময় তার সাথে দলীয় নেতাকর্মী সহ শত শত সাধারণ মানুষ গণ সংযোগে যোগ দেন। 

গণসংযোগ শেষে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটাররা অত্যন্ত জ্ঞানী। তারা জানে তাদের সমস্যা গুলো কাদের দ্বারা সমাধান সম্ভব। এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা, এই সমস্যা সমাধানে রাষ্ট্র, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্মিলিত উদ্যোগ গ্রহণ করে এই সমস্যা সমাধান সম্ভব হবে। 

এলাকার রাস্তাঘাটের বেহাল দশা সম্পর্কে তিনি বলেন, রাস্তাঘাট ঠিক করা আসলে এমপির কাজ না। এটা আমাদের মাঝে একটি ভ্রান্ত ধারণা। এমপির কাজ হলো জনসাধারণের স্বার্থ সুরক্ষার জন্য আইন প্রনোয়ন করা। আইনের বাধ্যবাধতার মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক, জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা করা সমস্ত কিছু আইনী প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হলো সংসদ সদস্যের কাজ। রাস্তা ঘাটের জন্য স্থানীয় সরকার রয়েছে, সরকারি বিভিন্ন দপ্তর রয়েছে, সংসদ সদস্য শুধু সব কিছু আইনের কাঠামোর মধ্যে এনে দিবে এটা বাস্তবায়ন করবেন হলো স্থানীয় সরকার। রাস্তাঘাট সংস্কার করা এমপির কাজ না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের পাশে থেকে কাজ করেছে, নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটাররা যেটা দেখতে চায় সেটাই জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে সেই দায়িত্বশীলতার সাথে সেই মনবাসনা বাস্তবায়ন করা।

Islam's Group