News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

মসজিদে মানুষ ডিঙিয়ে সামনে যাওয়ার সুযোগ নাই : আব্দুল আউয়াল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ১০:১৭ পিএম মসজিদে মানুষ ডিঙিয়ে সামনে যাওয়ার সুযোগ নাই : আব্দুল আউয়াল

হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ডিআইটি রেলকলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়াল বলেছেন, কেন আপনারা এগুলো করছেন? আপনারা এভাবে করে এখানে কি ইলেকশনে পাশ হয়ে যাবেন আপনারা? এই সত্য কথা বলনেওয়ালা হুজুর এখন নাই সমাজে। প্রথম ভালো হতে হবে। তার চরিত্রের মধ্যে রাসূলের আদর্শ আসতে হবে। 

শুক্রবার ১৭ অক্টোবর জুমআর নামাজের খুতবার বয়ানে তিনি এসব কথা বলেন। আল্লামা আব্দুল আউয়াল বলেন, মেড ইন মদিনার চরিত্র যার জীবনে আসবে সেই লোকটাকেই ভালো মানুষ মনে করবো। অন্যথায় শুধু নামকাওয়াস্তে ভালো মানুষ দিয়ে সমাজ চলবে না। 

তিনি আরও বলেন, শামীম ওসমান আসতে চাইছিলেন এখান আসবেন না। ওই দরজার বসে থাকেন। এই দরজায় আসার অধিকার নাই আপনার। তখন বলেছিলাম মেয়র আইভীও আসতে চায়; এখানে দাঁড়িয়ে ভোট চাইতে চায়। তখন কি করবেন? এজন্য এই সুযোগটা দেয়া যায় না। আপনারা অমুক অমুক উনারা সব ক্যান্ডিডেট যাকে মন চায় আপনারা ভোট দিবেন। উনাদের কথা আমি দিলাম।

আব্দুল আউয়াল বলেন, এখন ইলেকশন আসছে কতজন ক্যান্ডিডেট চিঠি পাঠাচ্ছে টেলিফোন করতেছে আরে বাবা মসজিদ নির্বাচনের নিম্বর না। এখানে আপনারা ইলেকশন করবেন ভালো কথা। আমি আসবো পরে আর সামনের কাতারে এসে বসতে থাকবো মানুষ ডিঙ্গিয়ে। রাসূল বলছেন তাকে বসিয়ে দাও। এই হক কথা বলতে গিয়ে আমি মিম্বরে বিতর্কিত। আল্লাহর ঘর সবার জন্য সমান।  একেক জায়গায় কমিটির বড় হুমড়া চোমড়া থাকে তাদের জন্য অনেক সময় জায়নামাজ বিছিয়ে রাখে। উনি আসবেন পরে সামনে জায়নামাজে বসে যাবেন। জায়নামাজ বিছিয়ে রেখে জায়গা দখল করার অধিকার নাই কারও।

তিনি আরও বলেন, এই ঘর রাজা বাদশা সবার জন্য সমান। নিজের স্বার্থ উদ্ধারের জন্য কোনো যুদ্ধ রাসূল করে নাই সাহাবায়ে কেরাম করেন নাই। একজন দাঁড়ালে আরেকজন দাঁড়াতে চাইবে। আমি আমার স্বার্থের জন্য নিজের তরফ থেকে বলি নাই। এখানে কমিটির কোনো দাপট নেই। 

Islam's Group