জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি-এর নারায়ণগঞ্জ জেলার ৪২ সদস্যবিশিষ্ট প‚র্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গত ১৪ অক্টোবর কেন্দ্রীয় আহ্বায়ক, সদস্য সচিব এবং ম‚খ্য সংগঠকের স্বাক্ষর সম্বলিত দলীয় প্যাডে অনুমোদিত এই কমিটি জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটিতে শাকিল সাইফুল্লাহকে আহŸায়ক, মো. নাসিম আহমেদ সদস্য সচিব এবং রাইসুল ইসলাম রিফাতকে ম‚খ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, তাঁদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা কমিটি তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।
আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “দলীয় ম‚খ্য নেতৃবৃন্দের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় যুবশক্তিকে নারায়ণগঞ্জে একটি কার্যকর, শক্তিশালী ও জনসম্পৃক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
সদস্য সচিব মো. নাসিম আহমেদ বলেন, এই দায়িত্ব আমার জন্য এক বিশাল অনুপ্রেরণা। সাংগঠনিক ঐক্য ও কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে আমরা যুবশক্তিকে জনআন্দোলনের বলয়ে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করবো।
ম‚খ্য সংগঠক রাইসুল ইসলাম রিফাত বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের প্রতি যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রাখাই হবে আমাদের প্রথম দায়িত্ব। তরুণদের ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে আমরা জাতীয় যুবশক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী দিনগুলোতে জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠন, সদস্য সংগ্রহ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মস‚চির মাধ্যমে যুবশক্তিকে একটি অগ্রণী তরুণ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :