বন্দরে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে মুছাপুর ইউনিয়ন জাতীয়পার্টি কর্মী দেলোয়ার হোসেন (৪৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত জাপাকর্মী দেলোয়ার হোসেন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাকসরাইল এলাকার মৃত সিহাব উদ্দিন মেম্বার। গ্রেপ্তারকৃতকে শুক্রবার ১৭ অক্টোবর দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার ১৬ অক্টোবর রাতে বন্দর উপজেলার বাকসরাইল এলাকায় অভিযান চালিয়ে ওই জাপাকর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
বিভিন্ন তথ্য স‚ত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর আ'লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অপরাধে জাপাকর্মী দেলোয়ার হোসেনের সম্পৃক্ততা থাকার অপরাধে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :