News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২

নাটকীয়তার পর সিদ্ধান্ত পরিবর্তন, নির্বাচন করবেন মডেল মাসুদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৫:১৪ পিএম নাটকীয়তার পর সিদ্ধান্ত পরিবর্তন, নির্বাচন করবেন মডেল মাসুদ

তিনদিন নাটকীয়তার পর আবারো নির্বাচনে থাকার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত মাসুদুজ্জামান।

শুক্রবার ছুটির দিনে ১৯ ডিসেম্বর বিকেলে তল্লায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নেতাকর্মীদের সামনে তিনি ওই ঘোষণা দেন। এর আগে নেতাকর্মীরা সেখানে মিছিল সহকারে যোগ দেন। আগে থেকেই কারখানাতে উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমি যে সিদ্ধান্ত দিয়েছিলাম। সেটা হতে সরে এসেছিল। আমি নির্বাচন করবেন। আপনারা আমার পরিবার, আপনারাই আমাকে নিরাপত্তা দিবেন।

ঘনিষ্ঠজনেরা বলছেন, নানা ইস্যুতে মাসুদুজ্জামানের উপর কিছু চাপ ছিল যেটা দলের ভেতরের কেউ প্রভাব বিস্তার শুরু করে। এতে করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান। বিষয়টি হাই কমান্ডকে জানালেও তারা সুরাহা করতে পারেনি। শেষতক নিজ চাপের কাছে তিনি হার মেনে সিদ্ধান্ত নেন নির্বাচন করবেন না। যদিও বিষয়টি দলের নেতাকর্মীদের জানায়নি। এ কারণে ঘোষণার পর থেকে শুরু হয়েছে নানা ঘটনা। অনুসারীরা বিক্ষোভ করছেন। মাসুদকে চাপ দিচ্ছেন।

এরই মধ্যে কেন্দ্র বিষয়টিকে আমলে নিয়ে বিষয়টি দেখার দায়িত্ব নেন। এর পরেই শুক্রবার নেতাকর্মীদের মিছিল ডাকা হয়। শুক্রবার ছুটির দিনেও তিনি কারখানাতে ছিলেন।

গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। এর মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনে ছিলেন মাসুদুজ্জামান। তখন থেকে তিনি এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।

১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তাশঙ্কার কথা উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাসুদুজ্জামান। 

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, ‘সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে আমি নির্বাচন করব না, আমি মনোনয়ন কিনব না। এ কারণে শহর ও বন্দরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একজন সমাজকর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকব।’

এ সময় তিনি আরও বলেন, ‘সবার আগে পরিবার এবং নিরাপত্তা। আমি আগেই বলেছি, পরিবার থেকে বিদায় নিয়েই রাজনীতিতে এসেছি। সেখানে তাদের কোনো বাধা ছিল না। তারা রাজি না হয়েও রাজি হয়েছে। আমি ইচ্ছা প্রকাশ করেছি মানুষের জন্য কাজ করার। সাম্প্রতিক ঘটনা ও পরিবেশ-পরিস্থিতিতে পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত ও ভীত। এর বাইরেও আরও কিছু নিরাপত্তা ইস্যু আছে, সেটা আমি বিশদভাবে বলতে চাই না। পরিবেশটাই নেগেটিভ। এটি দলের নয়, আমার নিজের সিদ্ধান্ত।’

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group