নারায়ণগঞ্জ আদালতে আবারো এক বিচারপ্রার্থীকে মারধর করেছে বিএনপি আইনজীবীরা। রোববার ১৪ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। মারধরের শিকার ওই ব্যক্তির নাম রাসেল হোসেন। সে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার রাজনগর এলাকার ওয়াব আলী ছেলে। সে একজন সিঙ্গাপুর প্রবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, কি হয়েছে জানিনা হঠাৎ শুনতে পেলাম ওই ব্যক্তি ইংরেজিতে আইনজীবীদের গালাগাল দিচ্ছে। এমন সময় জেলা আইনজীবীর সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ন কবিরের নেতৃত্বে কয়েকজন আইনজীবী এসে তাকে প্রথম দফায় মারধর করে। এরপর আবারো একজন তাকে বেদম মারধর করে।
আইনজীবীরা জানান, ওই ব্যক্তির মাথায় সমস্যা আছে।
এ দিকে রাসেল হোসেন জানান, তিনি একজন সিঙ্গাপুর প্রবাসী। তার স্ত্রী তার সাথে প্রতারণা করেছে। এ ব্যাপারে তিনি একটি মামলা করেছিলেন, ওই মামলার খবর পেয়ে তার স্ত্রী তাকে আসামি করে পাল্টা নির্যাতনের মামলা করেছেন। কিন্তু পুলিশ রাসেলের মামলার কোন কার্যকরী পদক্ষেপ না দিয়ে তার স্ত্রীর মামলায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
তিনি বলেন, নারীরা নির্যাতনের ভূয়া মামলা দিলেও ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু পুরুষ নির্যাতিত হলে মামলার কোন পদক্ষেপ নেওয়া হয়না। এমন আইনের পরিবর্তন দরকার। নারী পুরুষ যদি সমান অধিকার হয়, সমান অধিকার চাইবে তো আইনের বেলায় কেন সমান হবেনা।
তাকে মারধরের ঘটনায় তিনি বলেন, তার পক্ষের আইনজীবী হলে অ্যাডভোকেট হিরু, এবং তার স্ত্রীর পক্ষের আইনজীবী হলে অ্যাডভোকেট মাসুম। আজকে তার কাছে টাকা চাওয়া সে টাকা দিতে অসম্মতি জানালে তাকে অ্যাডভোকেট মাসুমের নেতৃত্বে অন্যান্য আইনজীবীরা তাকে মারধর করে।
তিনি বলেন, আমি একজন প্রবাসী। আমি এই দেশের নাগরিক। আমাকে আজকে এই আইনের ঘরে মারধর করা হয়েছে, আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির এর বক্তব্য জানতে তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রসঙ্গত, বিচারপ্রার্থী ওই রাসেল হোসেনকে মারধরের সময়, নারায়ণগঞ্জ আদালতের এপিপি ও বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুম, অ্যাডভোকেট রোকনুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির সহ বিএনপি পন্থি অনেক আইনজীবীকে দেখা গেছে।





































আপনার মতামত লিখুন :