News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২

কারিশমা দেখালেন বাবুল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:৩৭ পিএম কারিশমা দেখালেন বাবুল

নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল। ৩ নভেম্বর নাম ঘোষণার পূর্ব সময় পর্যন্ত তিনি বেশ ভালোভাবেই ঝাকুঁনি দিয়েছিলেন তিনি। কিন্তু শেষতক প্রাথমিক তালিকাতে নাম আসেনি। ঘোষণা করা হয় আরেক শিল্পপতির নাম। বিএনপি হঠাৎ উদয় হওয়া মাসুদুজ্জামানের নাম ঘোষণার পরে তাদের শিবিরে উল্লাস দেখা গেলেও অপর প্রার্থীদের মধ্যে হতাশা দেখা দেয়। ক্ষণিক বিরতি দিয়ে ফের মাঠে নামেন বাবুল। ৩১ দফার প্রচারণা থেকে শুরু করে খালেদা জিয়ার জন্য দোয়া সহ বিভিন্ন ইস্যুতে মাঠে সরব ছিলেন। মনোনয়ন প্রত্যাশী অপরদের নিয়ে একের পর এক সভা সমাবেশ করে কেন্দ্রে দৃষ্টি আকর্ষণ করতে থাকেন। আওয়াজ তুলেন বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতারা মাসুদের পাশে নেই। বাবুলের সঙ্গে তখন সাবেক এমপি আবুল কালাম, মহানগরের আহবায়ক সাখাওয়াত হোসেন খান প্রমুখ। ক্রমশ আলোচনায় আসে মঞ্চটি। শেষতক এ মঞ্চের নেতৃত্ব দেওয়া বাবুলের কারিশমায় নাটকীয় পরিবর্তন ঘটে। নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন মাসুদ।

বিএনপির নেতাকর্মীরা বলছেন, বাবুল শহরের প্রাণকেন্দ্র মিশনপাড়ায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে বিএনপি নেতাকর্মীদের বসার জন্য স্থান করে দিয়েছেন। সেখানে সকাল সন্ধ্যা বিভিন্ন এলাকার নেতাকর্মীরা এসে ভীড় করছেন, বসে রাজনৈতিক শলা পরামর্শ করছেন। ৩ নভেম্বরের পর কয়েকদিন কিছুটা বিষন্নতা থাকলেও আবার তারা ঘুরে দাঁড়ায়। প্রচণ্ড আত্মবিশ্বাসী হয়ে উঠে যে মনোনয়ন পরিবর্তন হতে পারে।

২ ডিসেম্বর বাবুলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে বন্দরের কদম রসূল দরগাহ মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

১৯ নভেম্বর বিকেলে শহরের মিশনপাড়া এলাকা থেকে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। আর এই লিফলেট বিতরণ অনুষ্ঠান ছিলো নেতাকর্মীদের দ্বারা পরিপূর্ণ। তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আবু জাফর আহাম্মেদ বাবুলের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়েছে। গত ২০ নভেম্বর সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত এসকল কর্মসূচি পালিত হয়। এদিন সকালে শহরের মিশনপাড়া দলীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচী পালিত হয়। একই সাথে সকালে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল, খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও বাগবাড়ি হাসপাতালের রোগীদের জন্য মোট ৬ টি হুইল চেয়ার প্রদান করা হয়।

এছাড়াও হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য বীন ও হ্যান্ডমাইক বিতরণ করা হয়। সকাল থেকে বিকেল অবধি বন্দরের পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।

সেই সাথে দুপুরে বন্দরের লক্ষণখোলা কড়ইতলা মাদরাসার ৭ শতাধিক শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষের উপস্থিতিতে দোয়ার আয়োজন করেন বিএনপি নেতা ও সমাজসেবক প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহাম্মেদ বাবুল। পরে মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন তিনি।

একই সাথে নারায়ণগঞ্জের প্রয়াত যুবদল নেতা মমিনউল্লাহ ডেবিডের ২১ তম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২৪ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জে মহানগর বিএনপি নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহাম্মেদ বাবুলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে সকালে আবু জাফর আহাম্মেদ বাবুলের পক্ষ থেকে নেতাকর্মীরা প্রয়াত যুবদল নেতা মমিনউল্লাহ ডেবিডের কবরে পুস্পার্ঘ অর্পণ করেন।

পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ কবিলের মোড় এলাকায় সমাবেশ করে মহানগর বিএনপি। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি নেতা ও সমাজসেবক প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহাম্মেদ বাবুল।

গত ৩০ নভেম্বর বিকেলে শহরের মিশনপাড়া এলাকার হোসিয়ারী সমিতির মিলনায়তনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এভাবেই একের পর এক কর্মসূচি পালিত হয়ে আসছে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থীর বিপরীতে গিয়ে। সেই সাথে দিন দিন তারা আরও সংগঠিত হতে যাচ্ছেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group