News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২

নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের আত্নপ্রকাশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৮:৪৪ পিএম নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের আত্নপ্রকাশ

নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও প্রাক্তণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের আত্নপ্রকাশ ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ১২৫ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে সভাপতি করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এ ডি এম বাকির জুয়েল। সাধারণ সম্পাদক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. হাসানকে এবং সাংগঠনিক সম্পাদক কয়া হয়েছে ঢাকা কলেজ এর সাবেক শিক্ষর্থী জাহিদ হাসান সৈকত

জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সন্তান এবং দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে শিক্ষা বান্ধব কর্মসূচি বাস্তবায়, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়ানো, অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ মাদক সন্ত্রাস ও অপরাধমুলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং সুন্দর সমাজ গঠনে কাজ করবে নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ। 

এ লক্ষ্যে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করতে ১২৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটির অনুমোদন দেন উপদেষ্টা পরিষদ।

নেতৃবৃন্দ আরও জানান, নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক মূল্যবোধ উন্নয়নে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের সমস্যা, সম্ভাবনা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে ভবিষ্যতে বিভিন্ন সচেতনতামূলক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে। নতুন কমিটির মাধ্যমে নারায়ণগঞ্জের ছাত্রসমাজ একটি সুসংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্ম পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group