News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

জামায়াতে আটক সাবেক ওসিকে উদ্ধার করলো বিএনপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৭:২৬ পিএম জামায়াতে আটক সাবেক ওসিকে উদ্ধার করলো বিএনপি

নারায়ণগঞ্জে কর্মরত পুলিশের সাবেক একজন ওসিকে আটকে মব জাস্টিসের চেষ্টা করেছিল জামায়াতে ইসলামের আইনজীবীরা। ওই সময়ে বিএনপির নেতা ও আইনজীবীরা এসে তাঁকে উদ্ধার করেন।

১৪ ডিসেম্বর দুপুরে জেলা আদালতপাড়ায় ওই ঘটনা ঘটে। ওই সময়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক তর্ক ঘটে।

মহানগর শিবিরের সাবেক সভাপতি এবং শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট সাইফুল ইসলাম জানান, ২০১৩ সালে ছাত্রশিবির রাজনীতির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তৎকালীন ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের ও ডিবি হারুন কর্তৃক গ্রেফতার, নির্যাতন এবং প্রায় তিন দিন তাকে গুম করে রাখা হয়। রবিবার দুপুরে মঞ্জুর কাদেরকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের কাছে পেয়ে আইনের হাতে তুলে দেয়ার চেষ্টা করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্জুর কাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় পেয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান সহ আরো কয়েকজন এসে মঞ্জুর কাদেরক উদ্ধার করে একটি গাড়িতে উঠিয়ে নিরাপদ স্থানে পাঠিয়ে দেন।

সাখাওয়াত হোসেন খান জানান, মঞ্জুর কাদের বর্তমানের অবসরে আছেন। তিনি কোন কাজে জেলা প্রশাসক কার্যালয়ে এসেছিলেন। এর মধ্যে কিছু লোকজন তাকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পেয়ে মব জাস্টিস করার চেষ্টা করে ছিলেন। খবর পেয়ে আমরা আইনজীবীরা সেখানে গিয়ে প্রতিবাদ করি এবং মঞ্জুর কাদেরকে তাদের কাছ থেকে উদ্ধার করে নিরাপদে ছেড়ে দেয়া হয়। নারায়ণগঞ্জ আদালতপাড়ায় মব জাস্টিস করা যাবেনা। কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে মামলা করে বিচারের আওতায় আনতে হবে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group